সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মালুমঘাট খৃস্টান হাসপাতাল ক্লাব কর্মচারী ফুটবল শুরু

মালুমঘাট খৃস্টান হাসপাতাল ক্লাব কর্মচারী ফুটবল শুরু

মালুমঘাট খৃস্টান হাসপাতাল ক্লাব কর্মচারী ফুটবল শুরু

মালুমঘাট খৃস্টান হাসপাতাল ক্লাব কর্মচারী ফুটবল শুরু

ক্রীড়া প্রতিবেদক :

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মালুমঘাট খৃস্টান হাসপাতাল কর্মচারী ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাসপাতাল মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে শিরোপা প্রত্যাশী বার্সোলোনা এফ সি ২-০ গোলে তারকা খচিত রিয়াল মাদ্রিদ ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে। শক্তিশালী দু’দলের ম্যাচটি প্রথমার্ধে ০-০ ভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডেবিট বমের আত্মঘাতি গোলে ১-০ তে পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের অফসাইড ট্র্যাপ ভেদ করে স্ট্রাইকার তদুরাম গোল করলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়ে যায়। টুর্নামন্টে অপর তিনটি দল হল-চেলসি, ম্যানচেস্টার ও বার্য়ান মিউনিখ।

এদিকে ম্যাচ শুরুর আগে এক উদ্বোধনী অনুষ্ঠান ক্লাবের সভাপতি সঞ্চয় কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের প্রশাসক হেরাল্ড এবারসন। বিশেষ অতিথি ছিলেন-চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর, হাসপাতালের সহ-প্রশাসক যোসেফ অমূল্য রায়, কক্সবাজার ডিএফএ’র সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, শিক্ষাবিদ রুনেন্দু বিকাশ দে, রাজনীতিবিদ সাইফুল এহছান চৌধুরী, শওকত হোসাইন, ডা. নিকোলাস হালদার, সাবেক কৃতি ফুটবলার গিয়াস উদ্দিন, বব আর্বিবল্ড, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, স্থানীয় মেম্বার শওকত আলম। ম্যাচ শুরুর পূর্বে অতিথিবৃন্দ দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

এদিকে উপভোগ্য ম্যাচটি হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ছাড়াও প্রায় এক হাজার দর্শক উপভোগ করেন।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: