অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:
মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) ১৪টি গরু বোঝাই একটি ট্রলার ধরে নিয়ে গেছে। সেন্টমার্টিন সাগরের মোহনা হয়ে করিডোরে গরু বোঝাই ট্রলারটি আসার পথে রবিবার সকালে মিয়ানমার অভ্যন্তরে নিয়ে যায় বিজিপি সদস্যরা।
ব্যবসায়ীরা জানান, নাফনদী ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী মোহনা দিয়ে শাহপরীর দ্বীপ বদর মোকাম পয়েন্ট সংলগ্ন এলাকায় পৌঁছলে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর টহল দল ২টি স্পীডবোট যোগে এসে ৪ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে তাদের ধাওয়া করে গরুসহ ট্রলারটি ধরে নিয়ে যায়।
এ সময় ট্রলারে থাকা মাঝি জাফর আলমসহ ৪জন প্রাণ রক্ষার্থে বঙ্গোপসাগরে ঝাপ দেয়।
নাফনদীতে মাছ শিকাররত জেলেরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। গরু বোঝাই ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের নুরুল আমিন বলে জানা গেছে।
মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) ১৪টি গরু বোঝাই একটি ট্রলার ধরে নিয়ে গেছে। সেন্টমার্টিন সাগরের মোহনা হয়ে করিডোরে গরু বোঝাই ট্রলারটি আসার পথে রবিবার সকালে মিয়ানমার অভ্যন্তরে নিয়ে যায় বিজিপি সদস্যরা।
ব্যবসায়ীরা জানান, নাফনদী ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী মোহনা দিয়ে শাহপরীর দ্বীপ বদর মোকাম পয়েন্ট সংলগ্ন এলাকায় পৌঁছলে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর টহল দল ২টি স্পীডবোট যোগে এসে ৪ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে তাদের ধাওয়া করে গরুসহ ট্রলারটি ধরে নিয়ে যায়।
এ সময় ট্রলারে থাকা মাঝি জাফর আলমসহ ৪জন প্রাণ রক্ষার্থে বঙ্গোপসাগরে ঝাপ দেয়।
নাফনদীতে মাছ শিকাররত জেলেরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। গরু বোঝাই ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের নুরুল আমিন বলে জানা গেছে।