মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া ক্যাম্পের বিজিবি জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আসা নিষিদ্ধ বিভিন্ন ধরনের প্রায় ৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে।
১ ফেব্রুয়ারী সোমবার ভোররাতে রেজুপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার ওয়াজকুরনীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য টহল দেওয়ার সময় স্থানীয় ঈগুলপাড়া গভীর পাহাড়ের মধ্য দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ অভ্যন্তরে চোরাই পথে আসা মাদকের গোপন সংবাদ পেয়ে বিজিবি জওয়ানেরা অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এসময় ম্যান্ডেলা রাম, কান্ট্রি, ড্রাইজিন, বিয়ারসহ বিভিন্ন মরণনেশা মাদকদ্রব্য উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
You must log in to post a comment.