মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:
১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কক্সবাজার-এর সদস্যগণ আজ ১০ সেপ্টেম্বর ২০১৫ইং তুমব্রু ও ঘুমধুম বিওপি’র সীমান্তবর্তী তুমব্রু পশ্চিমকূল এবং বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে তাদের নিজ দেশে মিয়ানমার-এ ফেরত পাঠিয়েছে।
১৭ বিজিবি’র অতিরিক্ত পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্তে টহলরত বিজিবি’র সদস্যরা অবৈধভাবে অনুপ্রবেশকারী ১৪ মিয়ানমার নাগরিককে আটক করে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর ২০১৫ মাসে সর্বমোট ৭৩ জন অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।