Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিনোদন ও সাংস্কৃতিক / ‘মুসাফির’ এর ট্রেইলারে ঝড় তুললেন আরিফিন শুভ

‘মুসাফির’ এর ট্রেইলারে ঝড় তুললেন আরিফিন শুভ

musafirচলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত চলচ্চিত্র ‘মুসাফির’। মঙ্গলবার (৩ মার্চ,২০১৬) ইউটিউবে ছবিটির ট্রেইলার রিলিজ পেয়েছে। ৩ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেলো ভিন্ন এক আরিফিন শুভকে।

ট্রেইলারে রীতিমত ঝড় তুলেছেন আরিফিন শুভ।শুভ’র সঙ্গে টাইগার রবি, মিশা সওদাগর ও অভিনেত্রী মারজানকেও দেখা গেল অ্যাকশন মুডে। অ্যাকশনধর্মী ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলতি মাসেই মুক্তি পাবে বলে জানালেন পরিচালক আশিকুর রহমান।

গত বছরের মার্চ মাসে শুরু হয় ‘মুসাফির’ ছবির শুটিং। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন হয়েছে। ‘মুসাফির’ প্রযোজনা করছেন পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস। এর কাহিনী, সংলাপ চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, প্রীতম হাসান, নাভেদ পারভেজ ও আশিকুজ্জামান অপু।

সূত্র:বাংলাদেশবাণীটোয়েন্টিফোরডটকম,ডেস্ক।

%d bloggers like this: