শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৮:৪৩ পূর্বাহ্ন
সীমা চন্দ্র নম; কুমিল্লা :
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ রোববার ভোর রাতে উপজেলা ময়নামতি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়কে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে এস আই মনির হোসেন এর সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর তিনটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের তোত বাগান ওয়েট স্কেল এলাকায় চেক পোষ্ট বসিয়ে গাড়িতে তল্লাসী আরম্ভ করে। এসময় চট্টগ্রামে থেকে ছেড়ে আসা বি-বাড়ীয়াগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থাকা স্কুল ব্যাগে থেকে ১২ হাজার পিস ইয়বা উদ্ধার করে পুলিশ। এসময় দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুসামারি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো: জসিম উদ্দিন (৩০), হবিগঞ্জ জেলার মোস্তফাপুর গ্রামের মো: ইমাম উদ্দিনের ছেলে সমাজ উদ্দিন (৩৭)।
এ ব্যাপারে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের পূর্বক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
You must be logged in to post a comment.