মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের রামু বাইপাস এলাকা থেকে ১৫হাজার ১৩০পিস ইয়াবা বড়িসহ স্বামী স্ত্রী পরিচয় দেয়া দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার জাফর আলমের ছেলে কামাল হোছাইন (২৭) ও তার স্ত্রী পরিচয় দেয়া সানোয়ারা বেগম (২২)। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
রাম থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন,নিয়মিত টহলদানকালে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ টিম নিয়ে বাইপাস এলাকায় যাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হানিফ পরিবহনের একটি বাস থেকে এক পুরুষ ও অপর এক নারী নেমে দ্রুত পালাতে চেষ্টা করে। সন্দেহ জাগায় তাদের পাকড়াও করে তল্লাশির পর পাওয়া যায় ১৫হাজার ১৩০পিস ইয়াবা।
You must log in to post a comment.