সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / রামুতে নৌকার ভরাডুবি : এমপি কমলের জয়-জয়কার

রামুতে নৌকার ভরাডুবি : এমপি কমলের জয়-জয়কার

Election -Marka

দীপক শর্মা দীপু:

আওয়ামীলীগ পরিবারে রামুতে দু’ভাইয়ের গ্রুপিং শুধু কক্সবাজার নয়, সারাদেশ জানে। বিগত বিভিন্ন নির্বাচনে এর প্রভাব পড়েছিল। এবার ইউপি নির্বাচনে গ্রুপিং চরম পর্যায়ে পৌঁছে। রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল তার পছন্দের ব্যক্তিকে নৌকার মাঝি করতে তত্পর ছিলেন এবং করেছেনও। এতে বাদ পড়ে যায় এমপি কমলের পছন্দের ব্যক্তিরা এতে কাজলের পছন্দের ব্যক্তিরা আওয়ামীলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন অন্যদিকে কমলের পছন্দের ব্যক্তিরা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতীক নিয়ে অংশ নেন।

৫ ইউপি নির্বাচনে ৪টিতে আওয়ামীলীগের বিদ্রোহী জয়ী হয়, ১টি বিএনপি প্রার্থী নির্বাচিত হয়। আর ৫টিতেই ভরাডুবি হয়েছে নৌকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী ৫ দফায় রামু উপজেলার কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড় ও রশিদ নগর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্টিত হয়। কাউয়ারখোপে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাক আহমদ, রশিদনগরে বিদ্রোহী প্রার্থী শাহ আলম, গর্জনিয়ায় বিদ্রোহী প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, ঈদগড়ে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ, ভুট্টো এবং কচ্ছপিয়ায় বিএনপির আবু ইসমাইল মোহাম্মদ নোমান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে কেউ নির্বাচিত হয়েছেন। এজন্য সর্বত্র আলোচিত হচ্ছে নৌকার ভরাডুবি হলেও এমপি কমলের জয়ের কারণে আওয়ামীলীগের জয় বলা যায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/