
কামাল শিশির, রামু :
রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী একে আজাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন- কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বৃহষ্পতিবার ১০ ফেব্রুয়ারি বেলা ১২ টায় তিনি বিদ্যালয় পরিদর্শনে যান। এসময় রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, রামু উপজেলা প্রকৌশলী মনজুর হাসান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
You must log in to post a comment.