রাজধানীর পল্লবী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমাবার (২৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
একই সাথে বিচারক আগামী ২৩ আগস্ট প্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
প্রেপ্তারি পরোয়ানা জারিকৃত মামলার উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন -খালেদা জিয়ার বিশেষে সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক এমপি সৈয়দা আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
উল্লেখ্য, ২০১৫ সালে জানুয়ারি মাসে বিএনপির ডাকে হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
সূত্র:banglamail24.com ডেস্ক।
You must log in to post a comment.