Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিনোদন ও সাংস্কৃতিক / রুস্তম : দেশপ্রেমিক, বিশ্বাসঘাতক নাকি খুনি?

রুস্তম : দেশপ্রেমিক, বিশ্বাসঘাতক নাকি খুনি?

Rustom-poster

এয়ারলিফট, হাউজফুল সিনেমার পর এবার আসছে অক্ষয় কুমার অভিনীত রুস্তম। প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার আর এতেই বাজিমাত। দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এটি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ট্রেইলারে দেখা গেছে ১৯৫৯ সালের মুম্বাই। সিনেমার গল্প রুস্তম পাভরি নামের এক নেভি অফিসারকে নিয়ে। স্ত্রীর প্রেমিককে খুনের দায়ে যাকে আদালতে হাজির করা হয়। সাসপেন্স আর থ্রিলারধর্মী গল্পেরই আভাস মিলেছে ট্রেইলারটিতে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটির ট্রেইলার শেয়ার করেছেন অক্ষয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেশপ্রেমিক? বিশ্বাসঘাতক? খুনি? বিচার দিনের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো।’

সিনেমায় রুস্তম পাভরি চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। এছাড়া সিনেমাটিতে আরো রয়েছেন-ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। আগামী ১২ আগস্ট মুক্তি পাবে রুস্তম।

সূত্র:risingbd.com

%d bloggers like this: