মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামা বাজার সংলগ্ন মাতামুহুরী ব্রিজের পাশ থেকে অবৈধ বালি উত্তোলন কালে ২জনকে আটক করেছে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ। আটককৃতরা হল, মো. শাহেল (২২) ও মো. ফয়সাল (২৫) ১নং ওয়ার্ড চাম্পাতলী, লামা পৌরসভা, বান্দরবান।
জানা গেছে, ২৫ আগষ্ট বৃহস্পতিবার মাতামুহুরী ব্রিজের পাশ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি তোলার সময় হাতেনাতে ২জন শ্রমিককে আটক করা হয়। লামা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ ২জনকে আটক করে নিয়ে আসে।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, অভিযুক্তদের খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ ধারায় ২দিনে বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
You must log in to post a comment.