Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নির্বাচন সংক্রান্ত / লামায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় ও প্রতীক বরাদ্দ

লামায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় ও প্রতীক বরাদ্দ

Election - Rafiq Lama 7.04.16 news 2pic f-3 (2)

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

লামা উপজেলায় আগামী ২৩ এপ্রিল ৩য় দফায় ইউপি নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে ৭ এপ্রিল বৃহস্পতিবার লামা টাউন হলে সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত পদে ৬৬জন, সাধারণ সদস্য পদে ২২৮জন সর্বমোট ৩২১জন প্রার্থী অংশগ্রহণ করেন।

লামা উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ণ চাকমা। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন লামা, গজালিয়া ও সরই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহী নেওয়াজ, আজিজনগর ও ফাইতং ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী শফিকুর রহমান, রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আনোয়ার কামাল, লামা থানার প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক জায়েদ নূর সহ সকল চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থী এবং প্রার্থীদের সমর্থক ও প্রস্তাবকারী।

Election - Rafiq Lama 7.04.16 news 2pic f-3 (1)এছাড়া সকল প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ১নং গজালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চচিমং মার্মা ঘোড়া, বাথোয়াইচিং মার্মা নৌকা, মংক্যচিং চৌধুরী ধানের শীষ।

২নং লামা ইউনিয়নে আব্দু রহমান জাতীয় পার্টি লাঙ্গল, মিন্টু কুমার সেন নৌকা, মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ধানের শীষ।

৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে জাকের হোসেন মজুমদার ধানের শীষ, মোঃ খাইরুল বশর নৌকা, সামশুদ্দীন জাতীয় পার্টি লাঙ্গল।

৪নং আজিজনগর ইউনিয়নে মোঃ জসিম উদ্দীন নৌকা, মোঃ নাজেমুল ইসলাম ধানের শীষ, মোঃ নুরুচ্ছফা স্বতন্ত্র মোটর সাইকেল, সামছুল কিবরিয়া সুমন স্বতন্ত্র আনারস।

৫নং সরই ইউনিয়নে নুরুল আলম নৌকা, ফরিদ উল আলম ধানের শীষ, মোহাম্মদ আলী স্বতন্ত্র ঘোড়া।

৬নং রুপসীপাড়া ইউনিয়নে চাহ্লাখাইন স্বতন্ত্র আনারস, ছাচিং প্রু মার্মা নৌকা, বিশ্বজিত বড়ুয়া স্বতন্ত্র চশমা, মোঃ রফিকুল ইসলাম ধানের শীষ, মোঃ হাবিবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল।

৭নং ফাইতং ইউনিয়নে আব্দুল জলিল স্বতন্ত্র চশমা, জালাল উদ্দিন নৌকা, মোঃ আবু তাহের স্বতন্ত্র আনারস, মোঃ হেলাল উদ্দিন স্বতন্ত্র মোটর সাইকেল, শামসুল আলম ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

%d bloggers like this: