
ফাইল ফটো
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দবানের লামায় ১৬ বছরের এক কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্যাঝিরি মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরী নুরুন্নাহার (১৬) বাঁশখাইল্যাঝিরি মুসলিম পাড়া এলাকার মৃত আবুল হোসেন ও আনোয়ারা বেগমের মেয়ে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে লামা থানা আনা হচ্ছে। মঙ্গলবার ভোরে লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
স্থানীয় ইউপি মেম্বার আপ্রুসিং মার্মা বলেন, ঘটনাটি মর্মান্তিক। রাত ৯টায় লাশ নেয়ার জন্য একটি জীপ গাড়ি আনা হয়। গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় আরো একটি গাড়ি আনা হচ্ছে।
নিহতের মা আনোয়ারা বেগম বলেন, আমার মেয়ে দর্জি কাজ শিখতে চেয়েছিল। রোববার আমাকে দর্জি কাজ শেখার বিষয়ে বলে। আমি রাজি হইনি। সোমবার সকালে আমি অন্যের বাড়িতে কাজ করতে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি ঘরে ভিতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
You must log in to post a comment.