বান্দরবানের লামা উপজেলায় পাওয়া টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত হয়েছে বিপ্লব (২৩)। লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ডলুঝিরিতে ১৯ ডিসেম্বর শনিবার বিকাল ৫টায় এঘটনা ঘটে।
আহত বিপ্লবের মা পান্না বেগম জানান, গত ২বছর আগে এনজিও থেকে ঋণের টাকা তুললে পাশ্ববর্তী খোকন মাঝির ছেলে আরিফ (৩০) ৮ হাজার টাকা হাওলাত নেয়। বার বার টাকা চাইলেও সে টাকা ফেরত দেয়নি। টাকা চাইতে গিয়ে গত সপ্তাহে আমি আরিফের মারধরের শিকার হই। এছাড়া আমার স্বামী মোঃ শামীমকেও লামা বাজারে মারধর করে আরিফ। বিচার দিয়েও আমি বিচার পাইনি স্থানীয় নেতৃবৃন্দের কাছে। পরিশেষে শনিবার বিকাল ৫টায় আরিফ তার বাবা, চাচাদের সামনে আমার ছেলেকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বিপ্লবের দু’হাত ও ডান পা দায়ের আঘাতে কাটা যায়।
গুরুতর আহত বিপ্লবকে লামা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
You must log in to post a comment.