Home / প্রচ্ছদ / নারী ও শিশু / লামায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

লামায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

Water - 8

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামায় পানিতে পড়ে কুলসুম বেগম(১২) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশু মারা গেছে। ২২ জুন বুধবার বেলা ১২টায় লামা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বৈক্ষমঝিরিতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয় প্রতিবন্ধী শিশুটির। সে বৈক্ষম ঝিরি এলাকার মৃত ইসমাইলের মেয়ে।

নিহতের মা আমেনা বেগম জানায়, দুপুর ১২ টার দিকে গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায় মেয়েটি। একা গোসল করতে গিয়ে গভীর পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পড়ে মরে ভেসে উঠলে লোকজন দেখে চিত্কার দিলে পুকুরের মাঝখান থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন প্রতিবন্ধী শিশু কুলসুমা মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুটি মানসিক প্রতিবন্ধী ছিল। তার পরিবার অত্যান্ত অসহায় ও দরিদ্র। আমরা ইউনিয়ন পরিষদ থেকে তার দাপন কাফনে যাবতীয় সহায়তা করব।

Share

Leave a Reply

x

Check Also

মাওঃ রূহুল মতিন জেলার পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বচিত হওয়ায় অভিনন্দন

বার্তা পরিবেশক : কক্সবাজার পৌর শহরের বৃহত্তর ...

%d bloggers like this: