মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ২৪ জুলাই রবিবার বান্দরবানের লামায় উপজেলা যুবদল কর্তৃক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করতে চাইলে বাধা দেয় পুলিশ। বিকাল ৫টায় লামা উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে ১০/১৫ জনের একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।
বিএনপি’র উপজেলা নেতৃবৃন্দরা জানান, তারেক রহমানকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই শাস্তি দেয়া হয়েছে। এর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারেক রহমান ন্যায়বিচার পাননি। এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে লামা উপজেলা যুবদল।
You must log in to post a comment.