পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ৩ জানুয়ারী রবিবার বিকাল ৩টায় মায়ের আদেশে সুপারি গাছ থেকে সুপারি পারতে গিয়ে গাছ সহ ভেঙ্গে পড়ে মৃত্যুবরণ করেছে সাইফুল ইসলাম (২৪) নামের একজন। সে আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার হাবিবুর রহমান প্রকাশ বাইট্টা ড্রাইভারের ২য় ছেলে।
জানা গেছে, আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা হাবিবুর রহমান প্রকাশ (বাইট্টা) ড্রাইভারের ২য় ছেলে সাইফুল ইসলাম রবিবার বিকালে পাশের এক বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে যায়। এসময় মায়ের অনুরোধে সুপারি পাড়ার জন্য নিজ বাড়ির ৬০ থেকে ৭০ ফুট উঁচু সুপারি গাছে উঠে। হঠাৎ গাছসহ ভেঙ্গে মাটিতে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজেমুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত সাইফুল ইসলামের লাশ তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
You must log in to post a comment.