মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবান লামার দূর্গম লুলাইং এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে সেনা অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬জনকে আটক করা হয়েছে। যোহন ত্রিপুরা (৩২) পিতা- পদ্ম মণি ত্রিপুরা, হেডম্যান (মৌজা প্রধান) ৩০৩ ডলুছড়ি মৌজা সহ আরো ৫জনকে সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, লামা-আলীকদম জোনের নিয়মিত সেনা টহলে অংশ হিসেবে একটি সেনা টিম লামার লুলাইং এলাকায় গেলে আটককৃতদের সন্দেহমূলক ঘোরাফেরায় তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃত অনেকে উক্ত এলাকার লোক নয়। অপরদিকে উক্ত মেরাইত্তা ঝিরি নামক এলাকায় ১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ১১টায় সরই বাজারের খোকন নাথ নামে দোকান কর্মচারীর লাশ পাওয়া যায়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য আলীকদম সেনা জোনে নিয়ে যাওয়া হয়েছে।
You must log in to post a comment.