মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
রাতকানা রোগ থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে ন্যায় বান্দরবানের লামায় ছয় থেকে ৫৯ মাস বয়সী ১৭ হাজার ৯শত ২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ১৫৪টি কেন্দ্রে এই টিকা খাওয়ানো হবে।
১৬ জুলাই শনিবার সকাল ৯টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন লামা পৌরসভা মেয়র জহিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান ডেপুটি সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মার্মা, লামা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই, ইউনিসেপ বান্দরবান জেলা পুষ্টি সহায়ক ডাঃ অং চিং থোয়াই, লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার সহ প্রমূখ। এসময় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো পাশাপাশি মা’দের পুষ্টি বিষয়ক পরামর্শ দেয়া হয়।
লামা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই সারাদিন ব্যাপী টিকা কেন্দ্র গুলো পরিদর্শন এবং শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম তদারকী করেন।