সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০৯:৪১ অপরাহ্ন
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামার আজিজনগর হেডম্যান পাড়াতে বিশেষ এক অভিযানে ১ লক্ষ ৭০ হাজার লিটার পুচই (মদের কাঁচামাল), ১ হাজার লিটার চোলাই মদ ও সরঞ্জামাদি জব্দ করে ধ্বংস করেছে র্যাব-৭। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা ৫ ঘন্টা হেডম্যান পাড়ায় মদের আস্তানায় অভিযান চালানো হয়।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমা বিনতে আমিন নেতৃত্বে র্যাব-৭ এর কক্সবাজার এর লেঃ কমান্ডার আশিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে উৎপাদনকারীরা পালিয়ে যাওয়ায় সময় উথোয়াই উ খয় (৫০) নামে একজনকে আটক করে।
নির্বাহী ম্যাাজিষ্ট্রেট নাজমা বিনতে আমিন সাংবাদিকদের জানান, হেডম্যান পাড়া ঘিরে রেখে উপজাতি মদ উৎপাদনকারীদের ঘর থেকে ১লক্ষ ৭০ হাজার লিটার চোলাই মদের উপকরণ পুচই ও ১ হাজার লিটার চোলাই মদ সহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে মদ ও সরঞ্জাম গুলো নিবার্হী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে র্যাব-৭ এর কমান্ডার আশিকুর রহমান বলেন, আজিজনগর হেডম্যান পাড়াতে চোলাই মদের কারখানা বন্ধে কাজ করে যাচ্ছে কক্সবাজার র্যাব-৭।
You must be logged in to post a comment.