Home / প্রচ্ছদ / শর্তসাপেক্ষে শিক্ষকদের বেতন সচিবদের সমান

শর্তসাপেক্ষে শিক্ষকদের বেতন সচিবদের সমান

Shekh Hasinaশর্তসাপেক্ষে শিক্ষকদের বেতন সচিবদের সমান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিসিএস শিক্ষা ক্যাডারের বেতন-বৈষম্য নিরসনে এ কথা জানান তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন সচিবদের সমান করা হবে। সেক্ষেত্রে তাদের চাকরির মেয়াদ ৫৯ বছর করতে হবে এবং সচিবদের মতো তাদেরও সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করতে হবে। অন্য কোথাও পার্টটাইম চাকরি করা যাবে না।

গেজেট প্রকাশের আগে শিক্ষকদের দাবি দাওয়া পূরণ করা সংক্রান্ত প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন হলো না সে বিষয়টি খতিয়ে দেখতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠক করেছেন।

উল্লেখ্য, কয়েকমাস যাবত্ অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আন্দোলন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (২ জানুয়ারি) শিক্ষকরা আগামী ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরুর ঘোষণা দেন।

সূত্র: প্রতিক্ষণডটকম,ডেস্ক।

%d bloggers like this: