Home / প্রচ্ছদ / শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড

Air_portহযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ওসি ইমিগ্রেশনের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারফোর্স আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুর্শিদ জাহান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে আগুন লাগে।

পরে বিমানবন্দরের আভ্যন্তরীন অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়।

আগুন লাগার স্বল্প সময়ের মধ্যেই নেভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এই বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরে খবর নেয়া হলে কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, এ ধরনের কোনো খবর আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

%d bloggers like this: