সাম্প্রতিক....

শোকের কবিতা

Bangabndhu-5

এম. এরশাদুর রহমান

শোকের দিনে

শোকের দিনে কান্না করে

বাংলাদেশের জনতা।

কেউ আবার কান্না করে

ফিরে পেতে ক্ষমতা।

বাবার জন্যে কান্না কর

বাবা গেলেন চলে।

প্রতিবাদ করিও

তার মেয়ের কিছু হলে।

বাবার মেয়ে দেশ চালালে

উন্নতি চার দিকে।

কত উন্নতি করছে তিনি

শেষ করা যাবেনা লিখে।

কাঁদে

পনের’ই আগস্ট বাঙালী জাতি

শুধু শুধুই কি কাঁদে?

শোককে তারা শক্তি করে

শক্ত করে বুক বাঁধে।

কেমন করে পারল তারা

সবকে করতে খুন।

বিদেশ ছিল বলেই’ত

বেঁচে গেল দুই বোন।

শেখ হাসিনা শেখ রেহেনা

অনেক দিন বাঁচুক।

তাদের দেখে শোকাতুররা

একটু হলেও হাসুক।

একটি গোলাপ

গোপাল গন্জের টুঙ্গী পাড়ায়

একটি গোলাপ ফুটিল।

বড় হয়ে সে গোলাপটি

স্বাধীনতার পথে ছুটিল।

স্বাধীন করে দেশটাকে

বিশ্ববাসীকে দেখাল।

বাঙালী যে দেশ প্রেমিক

সব মানুষকে শেখাল।

পচাত্তরের পনের’ই আগস্ট

সে গোলাপটিকে ঝরাল।

সেই গোলাপটির সুভাষ

বিশ্ববাসীর কাছে ছড়াল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিনে হুদা মেলা…….

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দরিয়া নগরের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিন উপলক্ষে একদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/