Home / প্রচ্ছদ / সদরের আট কেন্দ্রে এবারে এসএসসি-দাখিল পরীক্ষার্থী ৪৫২৫ জন

সদরের আট কেন্দ্রে এবারে এসএসসি-দাখিল পরীক্ষার্থী ৪৫২৫ জন

Exam sscএম আবু হেনা সাগর, ঈদগাঁও :

সারাদেশের ন্যায় একযুগে কক্সবাজার সদরেও শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যেই সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজারের জেলা প্রশাসন। পরীক্ষা গ্রহণের নির্ধারিত সময় সূচী পরিবর্তন না হলে আগামী ১ ফেব্রুয়ারী শুরু হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সদর উপজেলায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫টি। এ

র মধ্যে কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৬৫৫ জন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৬ জন, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১২০ জন, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৪ জন ও কক্সবাজার মডেল হাইস্কুল কেন্দ্রে ৫৩২ জন পরীক্ষার্থী। এছাড়াও সদরের দাখিলে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৩টি। এরমধ্যে ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৪১০ জন। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪০৭ জন এবং কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় ৪৩১ জন।

%d bloggers like this: