সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সর্বোচ্চ আয় করা ১০ ভারতে দক্ষিণী সিনেমা

সর্বোচ্চ আয় করা ১০ ভারতে দক্ষিণী সিনেমা

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Entertainment-Group.jpg?resize=540%2C296&ssl=1

অনলাইন ডেস্ক :
আকর্ষণীয় গল্প, অসাধারণ অভিনয় ও নির্মাণের কারণে ভারতের দক্ষিণী সিনেমার কদর দিন দিন বাড়ছে। প্রতি বছরই দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে। চলতি বছরও বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। সর্বোচ্চ আয় করা ১০টি দক্ষিণী সিনেমার তালিকা প্রকাশ করেছে টলিউড ডটনেট।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Entertainment-Bahubali-2.jpg?resize=540%2C298&ssl=1

Bahubali- 2

বাহুবলি টু : ভারতীয় সিনেমার হিসেব বদলে দেয়া ছবি ‘বাহুবলী-টু’। গণ-উন্মাদনায় বলিউডকে টেক্কা দিয়ে ইন্ডিয়ান ফিল্মে দাদাগিরি দেখায় আঞ্চলিক ছবি ‘বাহুবলী ২’। প্রভাস অভিনীত আলোচিত সিনেমা ‘বাহুবলি টু’। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পায়। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল ১৮১০ কোটি রুপি।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Entertainment-RRR.jpg?resize=620%2C326&ssl=1

RRR

ট্রিপল আর : বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এটিও নির্মাণ করেন এস এস রাজামৌলি। ‘বাহুবলি টু’ নির্মাণের পর অন্য কোনো সিনেমায় হাত দেননি তিনি। ‘বাহুবলি’ মুক্তির পাঁচ বছর পর মুক্তি পায় এই পরিচালকের ‘ট্রিপল আর’ সিনেমাটি। এখনো কিছু কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। বিশ্বব্যাপী ‘ট্রিপল আর’ সিনেমার থিয়েট্রিক্যাল স্বত্ব বিক্রি হয়েছে ৫৭০ কোটি রুপিতে। পাশাপাশি ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্ব আরও ৩০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। ২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে গানের স্বত্ব। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন— জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগন। পাশাপাশি সিনেমাটিতে রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের দেখা যাবে। তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Entertainment-2.0.jpg?resize=540%2C405&ssl=1

2.0

২.০ : এস শঙ্কর পরিচালিত সিনেমা ‘২.০’। ছবি ঘিরে ইতিমধ্যেই দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে রজনীভক্তদের চরম উন্মাদনা। এতে অভিনয় করেন রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন প্রমুখ। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০১৮ সালের ২৯ নভেম্বর মুক্তি পায়। তবে মুক্তির আগে যতটা গর্জে ছিল, মুক্তির পর বক্স অফিসে ঠিক ততটা বর্ষে নাই। তারপরই এটি মোট আয় করেছিল ৭০৯ কোটি রুপি। বক্স অফিস ইন্ডিয়ার তথ্যমতে, শুধু ভারতেই প্রথম দিন এই ছবিটি আয় করেছে ৮০ কোটি রুপি (সব ভার্সন মিলিয়ে)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশেও ছবিটি মুক্তি পায়।

বাহুবলি : শুধু ভারত নয়, সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল সিনেমাটি। এর মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন প্রভাস। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পায়। এটি মোট আয় করেছিল ৬০৫ কোটি রুপি।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Entertainment-Saaho.jpg?resize=540%2C304&ssl=1

Saaho

সাহো : ‘বাহুবলি’ ফ্যাঞ্চাইজির কাজ শেষ করার পর বেশ কিছু নতুন সিনেমায় অভিনয় করেন প্রভাস। দুনিয়ার সবচেয়ে বড় ক্রাইম এজেন্সির খালি সিংহাসনে বসবে কে, তাই নিয়ে ষড়যন্ত্র, রেষারেষি। অন্য দিকে, মুম্বইয়ে ঘটে যাওয়া কোটি টাকার চুরির তদন্ত করতে নামে মুম্বই পুলিশ। চোর-পুলিশ খেলার গল্প নিয়েই প্রভাস এবং শ্রদ্ধা কপূর অভিনীত ‘সাহো’। ‘বাহুবলি টু’ মুক্তির পর ‘সাহো’ সিনেমায় কাজ করেন প্রভাস। তবে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি এটি। বক্স অফিসে ‘সাহো’ মোট আয় করেছিল ৪৩৫ কোটি রুপি।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Entertainment-KGF-2-.jpg?resize=540%2C324&ssl=1

KGF Chapter 2

কেজিএফ : চ্যাপ্টার টু : বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ তার সঙ্গে আরও আছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। দক্ষিণের অনেক সিনেমায় কাজ করলেও ‘কেজিএফ’ সিরিজ দিয়ে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ১০০ কোটি রুপি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে। এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৪৩০ কোটি ২০ লাখ রুপি (৩ দিনে)।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Entertainment-Pushpa.jpg?resize=540%2C304&ssl=1

Pushpa

পুষ্পা : করোনা সংকট কাটিয়ে উঠার পর ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ধারাবাহিকভাবে সফল সিনেমা মুক্তি দিয়েছে। মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায়। রাশমিকা অভিনীত এ সিনেমা মোট আয় করে ৩৬০ কোটি রুপি।

বিগলি : থালাপাতি বিজয় অভিনীত সিনেমা ‘বিগলি’। অ্যাটলি পরিচালিত এ সিনেমা ২০১৯ সালের ১৫ অক্টোবর মুক্তি পায়। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেন নয়নতারা। বক্স অফিসে সিনেমাটি মোট আয় করে ৩০০ কোটি রুপি।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Entertainment-Kabali.jpg?resize=540%2C304&ssl=1

Kabali

কাবালি : রজনীকান্ত অভিনীত সিনেমা ‘কাবালি’। কাবালি’-তে মালয়েশিয়ান গ্যাংস্টার ডন কাবালির চরিত্রে অভিনয় করছেন রজনী। রঞ্জিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন রাধিকা আপ্তে, কিশোর প্রমুখ। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মোট আয় করে ২৯৪ কোটি রুপি।

রোবট : এটি ভারতের ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি। এ সিনেমায় কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের দুটি চরিত্র। একটি বিজ্ঞানী ভাসেগরন এবং অন্যটি তার তৈরি করা রোবট চিট্টি। সিনেমায় আপনি রজনীকান্তের কোন চরিত্রটি বেছে নেবেন সেটি আপনার বিষয়। কারণ দুই চরিত্রেই তার অভিনয় ছিল অসাধারণ। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা মোট আয় করেছিল ২৮৮ কোটি রুপি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/