মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
রাঙ্গামাটির স্থানীয় পত্রিকা দৈনিক গিরিদর্পনের বার্তা সম্পাদক, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলা ভিশন চ্যানেলের রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের মাতা লাবণ্য প্রভা দেবনাথ সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে পরলোক গমন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৭) বছর।
তিনি ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার রাঙ্গামাটি ভেদভেদী শ্বশানে তাঁর দাহকার্য সম্পন্ন করা হবে। স্বর্গীয় লাবণ্য প্রভা দেবনাথ এর মৃত্যুতে লামা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।