Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিনোদন ও সাংস্কৃতিক / সাজু খাদেমের ‘হোন্ডাগিরি’

সাজু খাদেমের ‘হোন্ডাগিরি’

Sazu

পুরোনো ঢাকার সস্তা দরের মেসে থাকে রতন। রতনের ঠিকানায় এক বড় ভাই আসে মোটরসাইকেল বিক্রি করবে বলে। মোটরসাইকেলটি বস্তায় ভরে নিয়ে আসে। সেখান থেকে তারা একটি পুরনো লোহা বিক্রির দোকানে নিয়ে যায়। রতন বুদ্ধি করে মটর সাইকেলটি নিজেই কিনে নেয়। অবশেষে অনেক চরাই উত্রাইয়ের পর মোটরসাইকেলটি ঠিক হয়। রতন তার স্বপ্নের মটরসাইকেলটি নিয়ে মেতে ওঠে প্রেমের খেলায়, নতুন নতুন প্রেমিকা জোগাড় করে ঘুরতে যায়।

কিন্তু মটর সাইকেলের শব্দ বিভ্রাটের কারনে নিয়মিতই প্রেমে বিয়োগ ঘটে। আর এই নিয়ে একের পর এক মজার সব ঘটনা ঘটতে থাকে ঈদের বিশেষ নাটক ‘হোন্ডাগিরি’তে। নাটকটিতে রতন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম।

‘হোন্ডাগিরি’ রচনা ও পরিচালনা করেছেন রূপক বিন রউফ এবং নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় নাফিজা কামাল ঝুমুর, রাসেদ মামুন অপু। ঈদের বিশেষ হাসির নাটক হিসেবে এটি প্রচারিত হবে ঈদের ৩য় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ।

সূত্র:risingbd.com

%d bloggers like this: