নিজস্ব প্রতিনিধি, চকরিয়া
১ আগষ্ট থেকে মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা, অটো টেম্পু ও থ্রি হুইলার, ভটবটি, নসিমন, করিমন চলাচল নিষিদ্ধ ঘোষনার পর থেকে কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পৌরশহর ও আশপাশ এলাকা থেকে হঠাত্ উধাও হয়ে গেছে এসব গাড়ী। শনিবার সকাল থেকে কোথাও দেখা মেলেনি তিন চাকার যানের। সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে হঠাত্ করে মহাসড়কে তিনচাকার যান চলাচল বন্ধের নির্দেশ দেয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীদের। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের টহল দিতে দেখা গেছে। যেসব সিএনজি অটোরিক্সা রাস্তায় চলাচল করেছে তাদের বিভিন্নভাবে জরিমানা করা হয়েছে বলে কয়েকজন সিএনজি চালক জানান।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই ফয়েজুর রহমান জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকে মহাসড়কে চলাচল তিন চাকার যান মালিকদের সতর্ক করা হয়েছে। মহাসড়কে তিন চাকার যান চলাচল করলে আইনগতভাবে জরিমানা ও গাড়ী জব্দ করা হবে।
You must be logged in to post a comment.