সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / হারের পর যা বললেন মাশরাফি

হারের পর যা বললেন মাশরাফি

Sports - Mashrafeএশিয়া কাপের ফাইনালে রোববার ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২০১২ সালেও বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল। সেবার ম্যাচের অন্তিম মুহুর্তে হেরে গেলেও এবার ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি বাংলাদেশ।

হারের কারণ প্রসঙ্গে মাশরাফি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ২০ রান কম করেছি। এ রান পুঁজি করে শুরুতে উইকেট না পেলে ম্যাচ কঠিন হয়ে যায়। আমরা যে রান করেছিলাম সেটাও ১৫ ওভারে করা কঠিন। কিন্তু আমরা শুরুতে ওদের উইকেট নিতে পারিনি। ওদের হাতে অনেক উইকেট ছিল। দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ভালো হয়ে গিয়েছিল। ব্যাটিংয়ে আরও ২০ রান কিংবা শুরুতে ২/৩ উইকেট নিতে পারলে আমাদের অনেক ভালো করা সম্ভব ছিল।’

ফাইনালকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছিল। পুরো বাংলাদেশ টাইগারদের জয়গান গাচ্ছিল। একটি টিকেটের জন্য অনেকেই পুলিশের হাতে ধাওয়া খেয়েছেন। অনেকেই আহত হয়েছে। বিষয়গুলো নিয়ে মাশরাফি ম্যাচের আগেই ক্রিকেটপ্রিয় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ম্যাচ শেষেও বললেন একই কথা, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজ তাদের কাজ রেখে খেলা দেখেছে। অনেকে টিকেটের জন্যে আহত হয়েছে। এটা আমাদের জায়গা থেকে হতাশাজনক। ভালো করতে না পারায় আমাদের খুব খারাপ লাগছে।’

তবে এ হার থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালোর পথে এগিয়ে যেতে বদ্ধপরিকর মাশরাফি। আত্মবিশ্বাসী কন্ঠে মাশরাফি বলেন, ‘জয় সবসমই জয়। জয় সবসময়ই আনন্দের। টি-টোয়েন্টি বিবেচনায় আমরা এখান (ফাইনাল) পর্যন্ত এসেছি সেটাও অনেক। আমি আগেও বলেছি আমাদের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

সূত্র: রাইজিংবিডিডটক,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/08/Sports-Martin-David-Crowe-Birthday-Day.jpg

২২ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

নিউজিল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা, ধারাভাষ্যকার ও লেখক তাছাড়া ১৯৮৫ সালে উইজডেন কর্তৃক তিনি বর্ষসেরা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/