Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আন্তর্জাতিক / হিলারী ৭ ট্রাম্প ৫ স্যান্ডার্স ২ ক্রুজ ২টি রাজ্যে জয়ী

হিলারী ৭ ট্রাম্প ৫ স্যান্ডার্স ২ ক্রুজ ২টি রাজ্যে জয়ী

Election - USAমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১ মার্চ সুপার টুয়েসডে-তে মনোনয়নের যে ভোটাভুটি হয়ে গেলো তাতে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে হিলারী ও ট্রাম্প এগিয়ে রয়েছেন। খবর সিএনএন‘র।

ডেমোক্রেট দলের ভোট হয়েছে ১১টি রাজ্যে। ৯টি রাজ্যের চূড়ান্ত ফল পাওয়া গেছে। তারমধ্যে হিলারী ৭টিতে এবং স্যান্ডার্স ২টিতে জয়ী হয়েছেন।

অন্যদিকে রিপাবলিকান দলের ভোট হয়েছে ১২টি রাজ্যে। এ পর্যন্ত ৭টি রাজ্যে ভোট গণনা শেষ হয়েছে। এরমধ্যে ৫টি রাজ্যে ট্রাম্প এবং ২টি রাজ্যে ক্রুজ জয়ী হয়েছেন।

সবচে’ বড় রাজ্য টেক্সাসে হিলারী জয়ী হয়েছেন। এছাড়া তিনি জর্জিয়া, ম্যাসাচুসেটস, আরকানসাস, টেনেসি, ভার্জিনিয়া এবং আলাবামায় জয়ী হয়েছেন। স্যান্ডার্স জয়ী হয়েছেন ওকলাহোমা এবং তার নিজ রাজ্য ভারমন্টে।

রিপাবলিকান দলের ভোটাভুটিতে আলাবামা, আরকানসাস, জর্জিয়া, টেনেসি, ভার্জিনিয়ায় ট্রাম্প জয়ী হয়েছেন। টেক্সাস এবং ওকলাহোমায় জয়ী হয়েছেন ক্রুজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিলো।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

%d bloggers like this: