কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ টেকনাফের এক নারীকে অাকট করেছে বিজিবি।
২ এপ্রিল দুপুরের দিকে টেকনাফ থেকে কক্সবাজার গামী একটি যাত্রী বাহী গাড়ীতে তল্লাশী চালানোর সময় মহিলাটিকে সন্দেহ হলে বিজিবি তার শরিরীরে গোপন স্থানে রাখা অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করে বলে বিজিবি র একটি সূত্র প্রতিবেদকে জানিয়েছে। আটকৃত মহিলাটি টেকনাফ পল্লন পাড়া এলাকার আছিয়া বেগম (৩৫) বলে জানা গেছে।
আটকৃত মহিলাটির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রোজুর প্রত্রিয়া চলছে বলে বিজিবি জানিয়ছে।
You must log in to post a comment.