টেকনাফ সড়কের হ্নীলা বাসষ্টেশনে সীমান্ত বাণিজ্যের পণ্য বোঝাই ট্রাক দেবে যান চলাচল ব্যাহত হচ্ছে।
জানা যায়-২৪ আগষ্ট বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থলবন্দর হতে আমদানীকৃত কাঠ ও পণ্য বোঝাই ট্রাক (চট্টমেট্টো-ট-১১-২৭৯১) ও (চট্টমেট্টো-ট-১১-৪৯৯৭) ওভারটেক করার সময় সৃষ্ট খাদে দেবে যায়। চালক অনেক চেষ্টা করে তুলতে না পারায় দীর্ঘ লাইন যানজটের সৃষ্টি হয়। অবশেষে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিকল্প পথ সৃষ্টি করে যানবাহন যাতায়াত শুরু করে। এরপর যানজট কমতে শুরু করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রাতে পণ্য বোঝাই যানবাহন উদ্ধারের চেষ্টা চললেও উদ্ধার করতে পারেনি।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত হ্নীলা বাসষ্টেশন সংস্কার না হওয়ায় যাবতীয় যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাথাব্যথা না থাকায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে রয়েছে দীর্গদিন যাবত।