এখনও পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশ যতগুলো বড় আসরের আয়োজন করেছে প্রতিটিতে বেশ সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এ কারণে বাংলাদেশের জন্য আবারও আরেকটি সুযোগ আসতে পারে ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হওয়ার। তেমনটিই শোনা যাচ্ছে আইসিসি প্রধানের মুখে।
সফলভাবে ২০১১ বিশ্বকাপ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পর এ বছর ২০১৬ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আয়োজক হিসেবে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
২০২৩ সালের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত ও বাংলাদেশ যৌথভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা আছে। আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
সূত্র: প্রতিক্ষণডটকম,ডেস্ক।
You must log in to post a comment.