Home / প্রচ্ছদ / ৩ দিনব্যাপী এস্তেমা ১৭ ডিসেম্বর : জেলা এস্তেমা সফল করতে ঈদগাঁওর গ্রামাঞ্চলের মুসল্লীদের মাঝে প্রস্তুতি

৩ দিনব্যাপী এস্তেমা ১৭ ডিসেম্বর : জেলা এস্তেমা সফল করতে ঈদগাঁওর গ্রামাঞ্চলের মুসল্লীদের মাঝে প্রস্তুতি

Eztema - 1এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

দ্বিতীয় বারের মত পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ভিত্তিক এস্তেমা। এ এস্তেমা সফল ও স্বার্থক করতে সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও তথা সাত ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মুসল্লীসহ আপামর লোকজনের মাঝে প্রস্তুতি চলছে।

জানা যায়, সমুদ্র পাড়ের নিকটবর্তী স্থানে দ্বিতীয় বারের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা এস্তেমা। এ এস্তেমায় অংশ নিতে কিংবা শরীক হতে ভারুয়াখালী, চৌফলদন্ডি, পোকখালী, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও ঈদগাঁওয়ের নানা গ্রামগঞ্জের বিপুল সংখ্যক মুসল্লীসহ এলাকাবাসী এখন থেকে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। সে সাথে নানা সংগঠনের উদ্যোগেও এ মহতী কাজে মুসল্লীদের উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে।

এদিকে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর এ ৩ দিন ব্যাপী জেলা এস্তেমায় গেল বারের ন্যায় এবারও বিপুল মুসল্লীদের সমাগম হবে বলে ধারণা করছে এলাকার লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক তাবলিগ কর্মীর সাথে এ প্রতিনিধির আলাপ হলে তারা- এ জেলা এস্তেমায় স্ব স্ব ইউনিয়ন ভিত্তিক মুসল্লীসহ এলাকাবাসী এস্তেমা ময়দানকে ভরপুর করে তুলবে। সে সাথে দূর-দূরান্ত থেকে আগত মেহমানদের ওয়াজ শ্রবণের মধ্য দিয়ে মসগুল থাকবে।

%d bloggers like this: