সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / অন্যান্য জরুরি অবস্থার চেয়ে করোনাভাইরাস বেশি মারাত্মক: ডব্লিউএইচও

অন্যান্য জরুরি অবস্থার চেয়ে করোনাভাইরাস বেশি মারাত্মক: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যত ধরনের ব্যাধি নিয়ে এখন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে তার মধ্যে করোনাভাইরাস-কেই সবচেয়ে বেশি মারাত্মক বলে ঘোষণা দিয়েছে সংস্থাটির প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস।

তিনি বলেছেন, ‘বিশ্বের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণের জন্য এই সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমারজেন্সি কমিটির একটি সভা আয়োজন করবেন তিনি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিকভাবে এর আগে আরো পাঁচবার জরুরি অবস্থা জারি করে। ইবোলা প্রাদুর্ভাব নিয়ে দুবার, জিকা, পোলিও এবং সোয়াইন ফ্লু নিয়ে একবার করে জরুরি অবস্থা জারি করা হয়।

জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বে এক কোটি ৬০ লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে এবং সাড়ে ৬ লাখের বেশি মানুষ মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, “বৈশ্বিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে ৩০ জানুয়ারি আমি যখন জরুরি অবস্থা ঘোষণা করি, তখন চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল একশ’রও কম এবং কোন মৃত্যুও ছিল না।”

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/