সাম্প্রতিক....

অভিমান


-: জান্নাতুন নাঈম প্রিয়তা :-

অভিমানের রং এত ফ্যাকাসে হয়, আগে বুঝিনি।
তোমার কঠোরতাও আগে কখনো দেখিনি।
এত রাগ, এত জেদ, এত রুক্ষতা!
তোমার শান্ত প্রকৃতিতেই আমার অভ্যস্ততা।

বসে ছিলাম মুখ ফিরিয়ে, দু’জন দু’পাশে
হৃদয়ের কান্না যেন ভাসছিল হালকা বাতাসে।।
বার বার উঁকি দিয়ে দেখছিলাম ও পাশে
তুমি গম্ভীর মুখে কি যেন ভাবছিলে পাশে বসে।

পুরোটা পথ জুড়েই শুধু ভেবেছি একবার কথা বলবে।
মুচকি হেসে শান্ত গলায় বলবে, বল তারপর।
না, তুমি একটি শব্দও উচ্চারণ করনি।
মিথ্যে অহমিকায় একবারও আমার দিকে চেয়ে দেখনি।

আচ্ছা, আমি কি অভিমান করতে পারিনা!
ধরা দেয়নি তোমার চোখে, আমার চেহারার মলিনতা!
কেন তাড়াবার চেষ্টা করনি আমার মনের ব্যাকুলতা!
তুমি তো নিষ্টুর নও, তবে কেন এই নিষ্টুরতা!

হয়ত কেটে যাবে জীবন, জীবনের মত করে।
থাকব না হয়ত চিরদিন তোমার হাত ধরে।
মৃত্যুর ডাকে একদিন চলে যেতে হবে ওপারে।
তবে, কেন সময়ের অপচয় রাগ অভিমান করে!

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিনে হুদা মেলা…….

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দরিয়া নগরের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিন উপলক্ষে একদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/