সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় ৮৩ তালেবান নিহত

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় ৮৩ তালেবান নিহত

আফগানিস্তানের দুই প্রদেশ কান্দাহার ও গজনিতে সরকারি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ তালেবান নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। খবর আফগানিস্তান টাইমসের।

এর আগে রোববার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে গত তিন দিনের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৬৩ তালেবান নিহত ও অপর ২৯ জন আহত হয়েছেন।

আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত চার দিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচ জেলায় বিমানবাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়।

১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তিচুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরো পড়ুন: আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৩ তালেবান নিহত

এ রকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়।

প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়।

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/