সাম্প্রতিক....
Home / জাতীয় / আলমগীরের মৃত্যুর গুজব, যা বললেন মেয়ে আঁখি

আলমগীরের মৃত্যুর গুজব, যা বললেন মেয়ে আঁখি

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/10/Entertainment-Alamgir@-akhi.jpg?resize=620%2C397&ssl=1

অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার কন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বাবার মৃত্যুর গুজব ছড়ানোর পর মধ্যরাতে ফেসবুক পোস্টে আঁখি লিখেছেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারাও কোনো বাবা-মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?’

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ব্যাপারে আঁখি সংবাদমাধ্যমে বলেছেন, তিনি এই মিথ্যা তথ্য প্রচারে খুবই কষ্ট পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তার মৃত্যুর খবর দেওয়া হয়।

নিজে ভালো আছেন জানিয়ে আলমগীর বলেছেন, ‘খবরটি বিব্রতকর পরিস্থিতে ফেলেছে। কারা এসব ছড়াচ্ছে? বিষয়টি খুবই কষ্টদায়ক। দয়া করে কেউ আর ভুয়া খবর ছড়াবেন না।’

বরেণ্য এই অভিনেতা আলমগীর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গিয়েছিলেন এফডিসিতে। সেখানে সময় কাটিয়েছেন পরিচালক ও প্রযোজকদের সঙ্গে। আড্ডা দিয়েছেন চিত্রনায়ক সাইমনের সঙ্গেও।

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান।

উল্লেখ্য যে, হাসপাতালে অসুস্থ সংস্কৃতি অঙ্গনের বরেণ্য শিল্পীদের নিয়ে এমন গুজব নতুন কিছু নয়। এর আগেও রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, এন্ড্রু কিশোর, ওমর সানি, মৌসুমীদের মতো শিল্পীদেরও মারা যাওয়ার আগে একাধিকবার মেরে ফেলেছেন কে বা কারা। কিছুদিন আগে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রের আরেক বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুককে নিয়েও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/