সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহত


ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) ভূমিকম্পে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজনে শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূস্থল থেকে ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে, শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মাজনে শহরে ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। পার্শ্ববর্তী প্রদেশ মামুজুতেও হতাহতের খবর পাওয়া গেছে।

দেশটির গণমাধ্যগুলো বলছে, শুক্রবার ভোরে শহর কেঁপে উঠলে ঘর থেকে বেরিয়ে আসে মানুষ। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায় অনেককে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৭ সেকেন্ড। ৬০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সুনামির সংকেত দেখায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা রয়র্টাসের খবরে জানা গেছে, ভূমিকম্পের আঘাতে বিভিন্নস্থানে ধ্বংস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বৃহস্পতিবারও একই প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২৪ ঘণ্টার ব্যবধানে দু’দফা ভূমিকম্পে বিভিন্ন স্থানে ভূমিধসও দেখা দিয়েছে। বেশকিছু জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

দ্বীপ দেশ ইন্দোনেশিয়া ভূমিকম্পন প্রবণ অঞ্চল। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে হাজারো মানুষ প্রাণ হারায়।

 

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

স্কুলের পাশে পাহাড় কেটে মাটি বিক্রি : ঝুঁকিতে স্কুল ভবন#https://coxview.com/pahar-kata-rafiq-04-12-2023-1/

স্কুলের পাশে পাহাড় কেটে মাটি বিক্রি : ঝুঁকিতে স্কুল ভবন

লামা উপজেলার সরই ইউনিয়নের ‘কম্পনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ সংলগ্ন নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/