সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ইসলামাবাদে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ইসলামাবাদে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/03/TCB-sagar-20-3-22.jpg?resize=620%2C396&ssl=1

ইসলামাবাদে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

সারাদেশের ন্যায় কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওর ইসলামাবাদে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২০ মার্চ (রবিবার) দুপুরে ইসলামাবাদ ইউনিয়ন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্পমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেম্বার সাইফুল ইসলাম, সাবেক সাধার সম্পাদক ডা: দুলাল আচার্য্য, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি, মেম্বার আবদু শুক্কুর, ঈদগাঁও উপজেলা রিপোর্টাস সোসাইটি সাবেক সভাপতি, বিএমএসএফ ঈদগাঁও শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, সাংবাদিক ফোরাম সাংগঠনিক সম্পাদক সাইমুম সরওয়ার কায়েম ও ডিলার সোহেলসহ আরো অনেকেই।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা আবদুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ অংশ নেন পণ্য বিতরণ কার্যক্রমস্থলে।

মেম্বার সাইফুল ইসলাম জানান, ইউনিয়নে এক হাজার নর-নারী কার্ডধারীদের মাঝে পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তারা জিনিস পেয়ে খুশি।

জানা যায়, একজন কার্ডধারী ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল কিনতে পারছেন। জনপ্রতি ৪শ ৬০ টাকা ব্যয়ে একজন উপকারভোগী টিসিবি পণ্য ক্রয় করতে পারছে।

দেখা যায়, স্বল্পদামে টিসিবি পণ্য বিতরণ খবরে সকাল থেকে ইউনিয়নের প্রত্যান্ত পাড়া-মহল্লার লোকজন ভীড় করেছেন স্কুলে। কড়া রোদের মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন হতদরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর অসংখ্য নর-নারীরা। তবে রোদ্রে অপেক্ষা করায় অনেকে চোখেমুখে চাপাক্ষোভ বিরাজ করলেও আবার অনেকে স্বল্পদামে খাদ্য সামগ্রী পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/