সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে “ফজেষ্ট হ্যাপিনেন্স” সংগঠন

ঈদগাঁওতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে “ফজেষ্ট হ্যাপিনেন্স” সংগঠন

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/01/Relief-Sagar-10-1-22.jpg?resize=540%2C368&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার মানবিক সংগঠন “ফজেষ্ট হ্যাপিনেন্স” অসহায় শীতার্ত মানুষের পাশে শীতবন্ত্র বিতরণ করেন।

গতকাল রাতেই ঈদগাঁও বাসস্টেশনের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক অসহায়-হতদরিদ্র শীতার্ত লোকজনের মাঝে শীত কম্বল বিতরনকালে অংশ নেন, সংগঠনের প্রতিষ্ঠাতা জামশেদ বিন নুরী এবং সহকারী নাবিল মোহাম্মদ রেজা।

সহযোগীতা করেন শওকত উসমান মিছবাহ, উপস্থিত ছিলেন, নাবরাজ, জাওাদ, তারেক, নিথিল, ফারুক, ওসমান, আলভী এবং আজাদ। এতে উদ্যোক্তা রেমিটেন্সযোদ্ধা সরওয়ার কামাল সহায়তার হাত বাড়িয়ে দেন।

সরওয়ার বলেন, প্রত্যেক রেমিটেন্সযোদ্ধাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

উল্লেখ্য যে, ফজেষ্ট হ্যাপিনেন্স অসহায় মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ও উদ্দশ্যে নিয়ে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে এ সংগঠন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/