সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু দ্রুত সংস্কারের নির্দেশ

ঈদগাঁওতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু দ্রুত সংস্কারের নির্দেশ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/07/Bhangon-Sagar-30-7-21.jpg?resize=620%2C465&ssl=1

প্রকৌশলীদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল বন্যাকবলিত ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন সড়ক উপসড়ক, ব্রীজ, কালভার্ট সমূহ দ্রুত সংস্কারের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ।

টানা প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গত ২৭ জুলাই ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন সড়ক-উপ সড়ক, সেতু, কালভার্ট ক্ষতবিক্ষত হয়ে পড়েছে এবং ঈদগাঁও বাজারের সাথে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ বন্যাবিধ্বস্ত ওই সকল ভাঙ্গন পীড়িত সড়ক-উপসড়ক ও সেতু সমূহ দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন।

৩০জুলাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমানের নেতৃত্বে অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, এলজিইডি কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, এলজিইডি উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল আলমসহ একটি প্রতিনিধিদল বন্যাকবলিত ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

প্রতিনিধিদলটি প্রথমে ঈদগাঁও-ঈদগড় সডকের পানেরছড়া স্থানের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে সড়কের ওই ভাঙ্গা অংশটির সংস্কার কার্যক্রম শুরু করেন।

পরে প্রতিনিধিদলটি ঈদগাঁও -গোমতলী কবি মুহম্মদ নূরুল হুদা সডকের বাঁশঘাটা পয়েণ্ট, কবি মুহম্মদ নূরুল হুদা সড়কে নির্মাণাধীন গোমাতলী সেতু, ঈদগাঁও-ফরাজীপাড়া সড়কের মঞ্জুর মৌলভী দোকান জালালাবাদ-পোকখালী সংযোগ সেতু পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলটি নির্মাণাধীন গোমাতলী ব্রীজের ডাইভারসন সড়কের (অস্থায়ী বিকল্প সড়ক) স্থানও চিহ্নিত করেন বলে জানা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শকদলের সাথে ওই সময় সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ প্রধান সমন্বয়ক মাষ্টার নূরুল আজিম।

কক্সবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর মতে, বন্যায় নবগঠিত ঈদগাঁও উপজেলার গ্রামীণ সড়ক, সেতু, কালভার্টের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখনও বিচ্ছিন্ন আছে কয়েকটি এলাকার সাথে ঈদগাঁও’র সড়ক যোগাযোগ।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা দ্রুত সময়েব মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সমূহ সংস্কারের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে এই সংস্কার কাজ সম্পন্ন হবে বলে তিনি আশ্বস্ত করেন।

মাষ্টার নুরুল আজিমের মতে, এবারের বন্যা নব গঠিত ঈদগাঁও উপজেলার প্রত্যন্ত গ্রামীন জনপদ থেকে শুরু করে জেলার বৃহত্তম বাণিজ্যিক উপশহর ঈদগাঁওবাজারে সড়ক- উপ সড়ক, সেতু, কালভার্ট ও সাধারণ মানুষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ। সেই কারণে ঈদগাঁও’র কৃতিসন্তান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ মহোদয় এলাকার ঐ ভাঙ্গন কবলিত সড়ক ও সেতুসমুহ দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করার নির্দেশনা প্রদান করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/