সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড-19 (করোনা ভাইরাস) সংক্রান্ত / ঈদগাঁওতে বিধিনিষেধ মেনে চলতে ও সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে পুলিশ

ঈদগাঁওতে বিধিনিষেধ মেনে চলতে ও সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে পুলিশ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/04/Police-corona-Sagar-5-4-21.jpg?resize=540%2C300&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ফলে দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। ঘোষিত লকডাউনের প্রথম দিনে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে কর্মজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে বাড়েনি করোনার সচেতনতা।

৫ এপ্রিল সকাল দশটায় পর থেকে ঈদগাঁও স্টেশন ও বাজার এলাকায় করোনার সচেতনতায় মাঠে অবস্থানে রয়েছেন ঈদগাঁঁও থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতারও নেই অনেকের। সচেতনতা শেষে পুলিশ এক স্থান থেকে অন্য স্থানে চলে গেলে পরক্ষণেই আবারো একই কায়দায় পরিণত করে তুলে লোকজন।

লকডাউনের মাঝে বিভিন্ন স্থানে ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা রাখতেও চোখে পড়ে। ঘরে থাকুন, মাস্ক পড়ুন ও নিরাপদে থাকার কোন বালাই নেই। ছোট ছোট যানবাহন চলাচল করতেও চোখে পড়ে।

কর্মজীবীরা জানান, বিগত বছরেও করোনায় লকডাউনসহ কঠোর অবস্থায় ছিল প্রশাসন। ঠিক এ বছরও একই সময়ে লকডাউনের কবলে দেশ। নেই কাজকর্ম, বাড়ীতে থাকতে হচ্ছে। এমনি অবস্থায় পরিবার পরিজনসহ সংসার চালানো খুবই কষ্টকর। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দামও চড়া। মানবিক বিবেচনায় লকডাউন কালে ত্রান সহায়তা প্রদানের আহবানও জানান তারা।

ঈদগাঁওতে দায়িত্বরত টিআই পলাশ জানান, লকডাউনে গণপরিবহন বন্ধের নিদের্শনা থাকার পরেও যান চলাচল করায় বেশ কয়টি গাড়ী আটক করা হয়।

উল্লেখ্য, করোনার সচেতনতায় মাইকিং করে জনগণকে অবহিত করেন উপজেলা প্রসাশন ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/