সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লক্ষাধিক টাকা জরিমানা

ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতাল পরিচালনার বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালিত হয়।

২০ আগষ্ট (শনিবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

এসময় ঈদগাঁওর ছাগল বাজার সংলগ্ন কামাল টাওয়ারের নিচ তলার অবস্থিত ফিজিওথেরাপি সেন্টারকে ৩০ হাজার, একই ভবনের ডাক্তার দুলালী জান্নাতের ব্যবস্থাপনায় পরিচালিত ঈদগাঁও মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, হাড় ভাঙ্গা ও জোড়া রোগের চিকিৎসক বজলুর রহিম (শাহেদ)কে ২৫ হাজার ও ডিসি সড়কস্থ ডাক্তার আবদুর রহিম আমানী পরিচালিত জমজম হাসপাতালকে ২ লাখ টাকা সহ তিন লক্ষ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলী এহসান, স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল, ঈদগাঁও থানার এসআই আব্দুর রহিম, এসআই মিরাজ সহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,অভিযানের খবরে অনেকেই ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখেই কৌশলে সটকে পড়ার দৃশ্য চোখে পড়ে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/