সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে মহেশখালীর কাছে পরাজিত হল রামু  

ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে মহেশখালীর কাছে পরাজিত হল রামু  

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
দীর্ঘ প্রতিক্ষার পর ঈদগাঁও কলেজ মাঠের বঙ্গবন্ধু স্টেডিয়াম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামের্ন্টে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
১৮ সেম্পেম্বর বিকেলে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে টুনামেন্টের শুভ উদ্বোধন করেছেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। বঙ্গবন্ধু ষ্টেডিয়াম বাস্তবায়ক কমিটির সাধারন সম্পাদক মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, সদর আ,লীগের সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, ঈদগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা,ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী ও তরুন ব্যবসায়ী হুমায়ুন করিম সিকদার।
আরো উপস্থিত ছিলেন, চৌফলদন্ডী আ,লীগ সভাপতি এহেচানুল হক, সাধারন সম্পা দক শাহজাহান মনির, সংগঠক কাফি আনোয়ার, বিএমএসএফের ঈদগাঁও থানা শাখার সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, ক্রীড়া ব‍্যক্তি আবদুল হামিদ, ছৈয়দ করিম, ছাত্রনেতা মনজুর আলম এবং সাকলাইন মোস্তাকসহ অনেকে।
টুনামেন্ট পরিচালনা কমিটির ম্যাচ কো-অর্ডিনেটর ঈদগাহ আদশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ খান, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমদ কবির, সভাপতি নাদেরু জ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনর রশিদ, সাধারন সম্পাদক সালামত উল্লাহ, প্রধান সমন্বয়ক ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা শিক্ষক আবদুস সালাম, সহ-সভাপতি আবদু শুক্কুর ও দিল মোহাম্মদ।
মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত এই টুনামেন্টে প্রথম উদ্বোধনী ম্যাচ মহেশখালী কালামারছড়া ফুটবল একাডেমী রামু ফুটবল ট্রনিং সেন্টারকে পরাজিত করে। খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/08/Sports-Martin-David-Crowe-Birthday-Day.jpg

২২ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

নিউজিল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা, ধারাভাষ্যকার ও লেখক তাছাড়া ১৯৮৫ সালে উইজডেন কর্তৃক তিনি বর্ষসেরা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/