সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে স্টুডেন্ট্স কেবিনেট নির্বাচনে…শিক্ষার্থীদের শৈশব থেকেই ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন ঘটানোর মূল্যবোধ জাগরণ

ঈদগাঁওতে স্টুডেন্ট্স কেবিনেট নির্বাচনে…শিক্ষার্থীদের শৈশব থেকেই ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন ঘটানোর মূল্যবোধ জাগরণ

Sagor 21-3-2015
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

বিশ্বের উন্নয়নশীল দেশে বিদ্যালয় আঙিনা ও শ্রেণী কক্ষ পরিস্কার, খাবার পানি সংগ্রহ, আসন বিন্যাস, স্বাস্থ্য উন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহসহ বিভিন্ন কর্মকান্ডে স্টুডেন্ট কেবিনেট বিশেষ ভূমিকা রাখে। তদুপরি বাংলাদেশে ও শিক্ষার্থীদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ২১ মার্চ সারাদেশে এক যোগে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট্স কেবিনেট নির্বাচন।

জানা যায়, ২০১৫ সালে প্রথমবারের মতো সারাদেশে প্রতিটি উপজেলা ও মহানগরের ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১টি কারিগরি বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে ১০৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর নানা শিক্ষাঙ্গনেও ব্যাপক উত্সাহ ও উদ্দীপনামুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এমনকি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পোস্টার, লিপলেট, ডিজিটাল ব্যানারসহ ভোটার স্লিপ শিক্ষার্থীদের হাতে হাতে যথাসময়ে পৌছে দিয়েছে প্রার্থীরা। সে সাথে এক বন্ধু প্রার্থী অপর বন্ধু ভোটার। একে অপরের জন্য ভোট প্রার্থনা করে বন্ধুকে জিতিয়ে নেওয়ার চেষ্টাও চালিয়েছে। পাশাপাশি স্কুল প্রাঙ্গন জুড়ে এ কেবিনেট নির্বাচনকে ঘিরে অন্যরকম উচ্ছাস সৃষ্টি হয়েছে। যেন সাজ সাজ রব বয়ে গেছে স্কুলজুড়ে।

আবার সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তন্মধ্যে ৭জন প্রার্থী প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। এছাড়াও নির্বাচনে পুলিশ, দেশী-বিদেশী সাংবাদিক, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসারসহ সবকিছু শিক্ষার্থীদের নিয়ে ভ‚মিকা পালন করে। সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ যেন অন্যান্য নির্বাচনের স্টাইলে বললেই চলে। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রের কিংবা কোন সংগঠনের নেতৃত্বে পরিবর্তন ঘটলেই কেবল জনগণের শাসন ব্যবস্থা প্রতিফলিত হয়। অর্থাত্ শিক্ষার্থীদের শৈশব থেকেই ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন ঘটানোর মূল্যবোধ জাগরণের জন্যেই এই কেবিনেট নির্বাচন। সেহেতু স্টুডেন্ট কেবিনেট শিক্ষা প্রতিষ্টানের একটি অন্যতম হাতিয়ার।

দেশের অন্যান্য স্থানের ন্যায় ২১ মার্চ ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ নির্বাচন সম্পন্ন হয়। এ বিষয়ে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন জানান, সরকার ঘোষিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক নির্বাচনী চর্চার এক অন্যতম পাথেয়। উক্ত নির্বাচনকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটবে। অপরদিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিমের মতে, স্ব স্ব বিদ্যালয়ে নেতৃত্বের পরিবর্তন ঘটানোর লক্ষ্যে এ মহতী উদ্যোগকে স্বাগত জানান। আশা করি, এ নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা হবে। এ স্টুডেন্ট্স কেবিনেট নির্বাচনের মত মহতী উদ্যোগকে অভিনন্দন জানান – দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকোসহ আরো অনেকে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/