সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে স্বাস্থ্যবিধিসহ মাস্ক ব্যবহারে সচেতনতা জরুরী

ঈদগাঁওতে স্বাস্থ্যবিধিসহ মাস্ক ব্যবহারে সচেতনতা জরুরী

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2020/03/Mask.jpg?resize=540%2C302&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে স্বাস্থ্যবিধিসহ মাক্স ব্যবহারে সচেতনতা অতীব জরুরী বলে মনে করেন সচেতন মহল। এসব মেনে চলার নির্দেশনা থাকলেও তা কর্ণপাত করা হচ্ছেনা। বৃহত্তর এলাকার বাজার বা উপবাজারে প্রচার-প্রচারনা চালালে হয়তো লোকজন মাস্ক ব্যবহারের প্রতি ঝুঁকতো।

গতকাল সকালে ব্যস্তবহুল ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, বাজারের দক্ষিন মাথা, শাপলা চত্ত্বর, স্কুল গেইট, পুরাতন পুলিশ বিট, ষ্টেশন, পশ্চিম গলি, বাঁশঘাটা পয়েন্ট এবং ঈদগাঁওর ইসলামপুর, পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও ইউনিয়নের পাড়া-মহল্লাও উপবাজার সমুহে অন্তত ৮০ ভাগ মানুষ মাস্ক ব্যবহার করেনা এবং সামাজিক দূরত্বও মানছেনা। যানবাহন বসাকালীন বা মিটিং চলাকালীন সময়েও মাস্ক ব্যবহার করেনা। হোটেল রেস্তোরা-কুলিং কর্ণারে আড্ডাতে মুখে মাস্কের কদর তেমন চোখে পড়েনা। কিছু কিছু লোকজন স্বাস্থ্য বিধিসহ মাস্ক ব্যবহার করছেন।

এতকিছুর পরও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানছেনা সাধারণ লোকজন। বাজারে উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। মাস্ক ব্যবহারতো দূরের কথা স্বাস্থ্যবিধিও মানছেনা অনেকে। করোনার প্রকোপ বৃদ্ধিতে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা জরুরী বলে মনে করেন অনেকে।

চিকিৎসক আবদু সালাম, রেহেনা নোমান কাজল, জসিম উদ্দিন জানান, বর্তমান সময়ে মাস্ক ব্যবহার অনেকটা নিরাপদ। স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। মাস্ক ব্যবহার, স্বাস্থ্য সচেতন হতে হবে সবাইকে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Abdullah-Sagar-17-4-24.jpeg

পোকখালীর ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে প্রার্থী হলেন আবদুল্লাহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের অবহেলিত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/