সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওর পাঁচ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় ব্যস্তমুখর

ঈদগাঁওর পাঁচ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় ব্যস্তমুখর

https://coxview.com/wp-content/uploads/2021/09/Election-Poster-Sagar-23-9-31.jpg

ঈদগাঁওর পাঁচ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় ব্যস্তমুখর

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নিবার্চনের তপশীল ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিরামহীর প্রচার-প্রচারণা ব্যস্তমুখর হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের শুভাকাঙ্খীসহ দলীয় কর্মীরা তাদের পছন্দনীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এছাড়াও বৃহত্তর এলাকার প্রত্যন্ত গ্রামগঞ্জের অলিগলিতে ছেয়ে গেছে ডিজিটাল ব্যানার। সাথে প্রার্থীদের কৌশল বিনিময় থেমে নেই।অন্যান্য স্থানের মত ঈদগাঁওর পাঁচ ইউনিয়নে জমে উঠছে নির্বাচনী প্রচারণা।

জানা যায়, নতুন উপজেলা ঈদগাঁওর ৫টি ইউনিয়ন ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইউপি নির্বাচনী আমেজে সরগরম হয়ে উঠেছে। এমনকি গ্রামগঞ্জের চায়ের দোকান, উন্মুক্ত স্থানসহ সবখানে চলছে ইউপি নির্বাচনের হিসাব নিকাশ। বৃহত্তর ঈদগাঁওতে আসন্ন ইউপি নির্বাচনের হাওয়া এখন থেকে বইতে শুরু করেছে। এ নিয়ে সম্ভাব্য অনেক প্রার্থী বৃহত্তর এলাকাকে নিজেদের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে।

আরো জানা যায়, চলতি বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তাফশীল ঘোষণার খবরে নব উপজেলার ৫ ইউনিয়নে প্রার্থীরা এখন থেকে নড়েচড়ে বসছে। লক্ষ্য শুধু একটাই ইউপি নির্বাচন আসার পূর্বে প্রচারণা আর পরিচিতি লাভ করা। অনেকে প্রকাশ্যে নিবার্চনী প্রচারনায় নেমেছে, কেউবা নিরবে নিভৃতে মাঠ পর্যবেক্ষণের পাশাপাশি গোছানোর কাজে হাত দিয়েছে।

এমনকি বৃহৎ এলাকার গ্রামাঞ্চলের নানা স্থানে দোকান-পাঠে চায়ের কাপেও নির্বাচন নিয়ে ঝড় উঠছে। তার পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যে তাদের ছবিযুক্ত দিয়ে আনাছে কানাছে ছড়িয়ে দিয়েছে যেন তাদের কাঙ্খিত প্রার্থীকে দলীয়ভাবে মনোনয়ন দেয় সে আশায়।

সবমিলিয়ে দলীয় মনোনয়ন যুদ্ধে নবীন প্রবীন প্রার্থীরা নিবার্চনী মাঠে অবস্থান করছেন। এছাড়াও বৃহত্তর এলাকা জুড়ে কারাই হচ্ছেন নৌকার মাঝি! এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলীয় নেতাকর্মীসহ গ্রামগঞ্জের লোকজনের মাঝে।

আসন্ন ইউপি নির্বাচনে বৃহত্তর ঈদগাঁও এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে জেলা-উপজেলা পর্যায়ের যুব ও ছাত্র নেতৃত্বদানকারীরা চেয়ারম্যান প্রার্থী হিসাবে চিন্তাভাবনা করছেন।

পাড়া মহল্লার লোকজনের মতে, যে দলের হোক না কেন- সৎ, যোগ্য, উন্নয়নমুখী, অন্যায়ের প্রতিবাদকারী ও খেটে খাওয়া মানুষের সাথে সম্পর্ক রক্ষাকারী ব্যক্তিদেরকে ইউপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হোক।

সাধারণ মানুষের মতে, দেশ এখন তারুণ্য নির্ভর। তাই ইউপি নির্বাচনেও যদি তরুণদের অগ্রাধিকার দেওয়া হয় তাহলে আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম আরো একধাপ এগিয়ে যাবে।

ঈদগাঁওর কজনের মতে, অল্প সময়ে বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তৃণমূল থেকে উঠে আসা সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকো, সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদসহ কজন তরুণ নিবার্চনী মাঠে বেশ ভাল অবস্থানে রয়েছে।

সম্প্রতি দেশজুড়ে ইউনিয়ন পরিষদে নির্বাচনের ধাপে ধাপে তপশীল ঘোষিত হলেও বিভিন্ন ইউনিয়নে প্রার্থীরা হরদম প্রচারনায় মাঠে নেমে পড়েছেন। নিবার্চনী মাঠ ছাড়তে নারাজ অনেকে। আবার দলীয় প্রতীক না পেলে নিবার্চন করবেননা এমন প্রার্থীও রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও ইউপিতে বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আলম, আ,লীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমু, যুবলীগ নেতা রাজিবুল হক চৌধুরী রিকো, সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সেচ্ছাসেবকলীগ নেতা নুরুল কবির, জালালাবাদে বর্তমান চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, বিএনপি নেতা আলমগীর তাজ জনি, সেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আলম, পোকখালীতে বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ, আ,লীগ নেতা মহিদ উল্লাহ, আ,লীগ নেতা হেলাল উদ্দিন, ইসলামাবাদে বর্তমান চেয়ারম্যান নুর ছিদ্দিক, সাবেক চেয়ারম্যান নুরুল হক, সমাজ সেবক আবু তৈয়ব চৌধুরী, আ,লীগ নেতা লুৎফুর রহমান আজাদ, আ,লীগ নেতা আবদু রাজ্জাক, বিএনপি নেতা মোজাম্মেল হক, ইসলামপুরে আ,লীগ নেতা ফরিদুল ইসলাম খাঁন, আ,লীগ নেতা হাসান আলী, আ,লীগ নেতা শরীফ কোম্পানীসহ নাম না জানা অনেকেই নিবার্চনী মাঠে চষে বেড়াচ্ছেন।

শেষ পর্যন্ত ইউপি নির্বাচনে ঈদগাঁওর ৫ ইউনিয়নে দলীয় মনোনয়ন নৌকা কে বা কারা পাচ্ছে সেটি এখন দেখার পালা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

David Filo ( Birth Day ); ২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে; https://coxview.com/david-filo-birth-day/

২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে

ডেভিড রবার্ট ফিলো ইয়াহু’র অন্যতম প্রতিষ্ঠাতা। ফেব্রুয়ারী 1994 সালে, তিনি জেরি ইয়াং এর সাথে সহ-তৈরি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/