সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত

ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/01/Latter-Sagar-27-1-22.jpg?resize=620%2C899&ssl=1

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপন স্থগিতাদেশ পুনরায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৪ জানুয়ারী এ স্থগিতাদেশ প্রদান করেন।

জানা যায়, ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপনে ঈদগাঁও মৌজাধীন ইসলামাবাদে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২০২১ সালের ২ নভেম্বর আদেশ জারী করা হয়। ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলমসহ ৬ ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে গত ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এ প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত উপজেলা কমপ্লেক্স স্থাপনে ছয় মাসের স্থগিতাদেশ দেন। এ স্থগিতাদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ আপীল দায়ের করলে বিগত ২৪ জানুয়ারী হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা ৬ সপ্তাহের জন্য স্থগিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ ওবাইদুল হাসানের একক বেঞ্চে শুনানী শেষে বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন।

শুনানীতে সরকার পক্ষে অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং বিবাদী পক্ষে মনজিল মোর্শেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/